10:30 am - Thursday January 23, 2020

শ্রমিকরা বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমানের বন্ধ বিস্কুট কারখানায়

32 Viewed Subendu 0 respond
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিম বর্ধমানে বিস্কুট কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখালো শ্রমিকরা
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিম বর্ধমানে বিস্কুট কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখালো শ্রমিকরা
বেস্ট কলকতা নিউজ - Best Kolkata News Media

বেস্ট কলকাতা নিউজ : সালানপুর ব্লকের অন্তর্গত দেন্দুয়াতে বন্ধ হয়ে যাওয়া বিমান বিস্কুট কারখানায় গেটের সামনে বিক্ষোভ দেখালেন কারখানার শ্রমিকরা ।শ্রমিকদের আরও গুরুতর অভিযোগ কোনো রকম আগাম নোটিশ ছাড়াই তাদের বসানো হয়েছে কাজ থেকে। তাদেরকে দেওয়া হচ্ছে না এমনকি পি এফ টাকা, গ্রাচুইটির টাকাও , প্রায় তিন মাস ধরে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকে।মালিক পক্ষ কাজ থেকে বসিয়ে দিয়েছে প্রায় ১৫০ জনের বেশি শ্রমিককে। মালিক পক্ষ একবারও কোন রকম আলোচনায় বসেননি তাদের সাথেও।

শ্রমিকদের কথায়, রোজ বিস্কুট উৎপাদন করা হত প্রায় ৮ টন, আচমকাই কেন না জানিয়ে কারখানা বন্ধ হল এই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরাও। এই বিষয়ে তারা লিখত ভাবে ডি এম, সালানপুর বিডিও, বারাবনি বিধায়ক, ও সালানপুর থানায় জানানোর পরেও কোনো লাভ হয়নি তাই তারা একরকম বাধ্য হয়েই বিক্ষোভে সামিল হলেন কারখানার গেটের সামনে।প্রায় ৩ঘন্টা বিক্ষোভ চলার পর ঘটনা স্থলে ফুড ইন্সপেক্টর এলে তার আশ্বাসে বিক্ষোভ উঠে।

আই.এন. টি.উ.সি শ্রমিক সংগঠনের দীপক মুখার্জী বলেন, ১৬ই সেপ্টেম্বর থেকে কারখানার মালিক অমিত পোদ্দার বাবু বিমান বিস্কুট কারখানাটি বন্ধ করে দেন কোনো রকম আগাম নোটিশ ছাড়াই। তিনি একবারও কোনরকম আলোচনায় বসছেন না আমাদের সাথেও । আমারা প্রশাসনকে এ কথা জানিয়েছি লিখত ভাবেই ।এছাড়াও এই বিক্ষোভে উপস্থিত ছিলেন গৌতম মুখার্জী, প্রকাশ লায়েক, সঞ্জয় মণ্ডল, মানিক পাল সহ অনেকে।

Don't miss the stories followBest Kolkata News Media - Banglar Khabor and let's be smart!
Loading...
0/5 - 0
You need login to vote.
বেস্ট কলকাতা নিউজ : দূষণ মুক্ত ও সুরক্ষিত রাখতে সেভ জলঙ্গী অভিযান এ নামলো নদী বাঁচাও কমিটি

দূষণ মুক্ত ও সুরক্ষিত রাখতে সেভ জলঙ্গী অভিযান এ নামলো নদী বাঁচাও কমিটি

বেস্ট কলকাতা নিউজ : পুলিশ গ্রেপ্তার করল নবদ্বীপে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই যুবককে

পুলিশ গ্রেপ্তার করল নবদ্বীপে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই যুবককে

Related posts
Your comment?
Leave a Reply