2:11 am - Tuesday January 21, 2020

শিক্ষক ও স্কুলপড়ুয়ারা জনসচেতনতা মূলক প্রচার -এ সামিল হল গঙ্গাসাগর মেলা এলাকাকে প্লাস্টিক মুক্ত ও সাফাইয়ের লক্ষে

81 Viewed Subendu 0 respond
বেস্ট কলকাতা নিউজ : শিক্ষক ও স্কুলপড়ুয়ারা জনসচেতনতা মূলক প্রচার -এ সামিল হল গঙ্গাসাগর মেলা এলাকাকে প্লাস্টিক মুক্ত ও সাফাইয়ের লক্ষে
বেস্ট কলকাতা নিউজ : শিক্ষক ও স্কুলপড়ুয়ারা জনসচেতনতা মূলক প্রচার -এ সামিল হল গঙ্গাসাগর মেলা এলাকাকে প্লাস্টিক মুক্ত ও সাফাইয়ের লক্ষে
বেস্ট কলকতা নিউজ - Best Kolkata News Media

বেস্ট কলকাতা নিউজ : স্কুলের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন এবং সাগরবাসী সাগর তট পরিস্কার করতে নামল গঙ্গাসাগর মেলা আরাম্ভ হওয়ার আগেই । জিবিডিএ ,সবুজ সংঘ ও চৌরঙ্গী প্রাথমিক বিদ্যালয়-সহ বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগন উদ্যোগ নিল সাগর এর পরিবেশ কে প্লাস্টিক মুক্ত করা, সাফাই অভিযান ও জনসচেতনতার লক্ষে। দঃ ২৪ পরগণা জেলা প্রশাসন এবারেও গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক এর ব্যবহার কমানোর লক্ষ্য নিয়েছে । ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে সাগর এলাকায় মেলা শুরুর জন্য। সমগ্র সাগর দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও । এবার সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সহ সাফাই করা হল মেলা প্রবেশের পাঁচটি প্রবেশ পথ । এর পাশাপাশি বিলি করা হয় জন সচেতনতার লক্ষ্যে স্লোগান, সহ প্রচারপত্রও।

শিক্ষক তাপস মন্ডল আরও জানান, আমরা একজোট হয়েছি সাগর তট থেকে প্ল্যাস্টিক মুক্ত করতে । লক্ষ্য একটাই পরিচ্ছন্ন রাখতে হবে সাগর। এ দিন সাফাই অভিযান হাজির ছিলেন গঙ্গাসাগর, বকখালী উন্নয়ন পর্ষদের সম্পাদক জয়ন্ত মন্ডল, সাগর ব্লকের যুগ্ম বিডিও তাপস কুমার মিত্র, সবুজ সংঘের সদস্য সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও।

Don't miss the stories followBest Kolkata News Media - Banglar Khabor and let's be smart!
Loading...
0/5 - 0
You need login to vote.
বেস্ট কলকাতা নিউজ : আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হল কোচবিহার জেলা বইমেলার

আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হল কোচবিহার জেলা বইমেলার

বেস্ট কলকাতা নিউজ : অবাধে তৈরি হচ্ছিল ভেজাল সস, প্রচুর বোতল উদ্ধার হল রাজ্যে

অবাধে তৈরি হচ্ছিল ভেজাল সস, প্রচুর বোতল উদ্ধার হল রাজ্যে

Related posts
Your comment?
Leave a Reply