রাজ্যের সব কনটেনমেন্ট জোনে লকডাউন জারি থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার লকডাউন নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করলেন করোনা আবহে। রাজ্যের মুখ্য প্রশনিক কার্যলয় নবান্ন থেকে এক নির্দেশিকায় জানানো রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জ়োনে লকডাউন কার্যকর থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কাল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যে সমস্ত স্কুল, ICDS কেন্দ্র, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি। একইসঙ্গে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক ও প্রেক্ষাগৃহও বন্ধ রাখার ক্ষেত্রেও। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি সমস্ত ধরনের জমায়েতের ক্ষেত্রেও।
বেশকিছু ক্ষেত্রে কড়াকড়িও শিথিল করা হয়েছে এই নির্দেশিকায়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত আনলক-৪ -র গাইডলাইনে, মেট্রো পরিষেবা পুনরায় চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছিল ৭ সেপ্টেম্বর থেকে। সেইমতো নবান্ন কলকাতা মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। কলকাতা মেট্রো পরিষেবা চালু হবে এমনকি ধাপে ধাপেও।
Your comment?