5:34 am - Sunday April 11, 2021

মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল চালু হতে চলেছে ইসলামপুরে

273 Viewed Subendu 0 respond
বেস্ট কলকাতা নিউজ : মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল চালু হতে চলেছে ইসলামপুরে
বেস্ট কলকাতা নিউজ : মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল চালু হতে চলেছে ইসলামপুরে
বেস্ট কলকতা নিউজ - Best Kolkata News Media

বেস্ট কলকাতা নিউজ : ইসলামপুরেসম্পূর্ণ মহিলা পরিচালিত সমবায়িকা শপিং মল চালু হতে চলেছে কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে।একই ছাদের তলায় এই শপিং মলে পাওয়া যাবে গৃহস্থের নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীও। শুধুমাত্র তাই নয়, ঘরে বসে হোয়াটসঅ্যাপে নিজের প্রয়োজনীয় জিনিসের তালিকা পাঠালেও বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া এমনকি এই শপিং মলে পাওয়া যাবে বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রীও । আপাতত ব্যাঙ্কের নিচের তলার একটি ঘরে অস্থায়ীভাবে জিনিস বিক্রির ব্যবস্থা করা হলেও খুব শীঘ্রই ইসলামপুর শহরে উদ্বোধন করা হবে ১৭০০ স্কয়্যার ফিটের শপিং মলের।

উদ্যোক্তারা আরও জানাচ্ছেন, উত্তরবঙ্গের এই সমবায়িকা আত্মপ্রকাশ করেছে প্রথম মহিলা পরিচালিত হিসেবে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সমবায় ভিত্তিতে এই প্রথম উত্তরবঙ্গের ইসলামপুরে এই ধরনের শপিং মলের আয়োজন। বর্তমানে শপিং মল তৈরির কাজ চলছে এক রকম জোর কদমেই । তবে তা পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই উদ্যোক্তারা শুরু করে দিয়েছেন পণ্যদ্রব্য বিক্রির কাজ। এই বিষয়ে তাঁরা নিজেরাই প্রচার চালাচ্ছেন। শপিং মলের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কো-অপারেটিভ ব্যাংকের মহিলা কর্মীরা । এই শপিং মলের সমস্ত দায়িত্ব তাঁরা তুলে নিয়েছেন নিজেদের কাঁধেও। তাঁদের উদ্যোগে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া পড়েছে ইসলামপুর শহরেও।

Don't miss the stories followBest Kolkata News Media - Banglar Khabor and let's be smart!
Loading...
0/5 - 0
You need login to vote.
বেস্ট কলকাতা ডিজিটাল ডেস্ক : তারাপীঠ যাওয়ার পথে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো ২ যুবকের

তারাপীঠ যাওয়ার পথে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো ২ যুবকের

বেস্ট কলকাতা নিউজ : চাই না বদলা ,চাই শুধু শান্তি ,জানালো শহিদ বাবলু সাঁতরার পরিবার

চাই না বদলা , চাই শুধু শান্তি , জানালো শহিদ বাবলু সাঁতরার পরিবার

Related posts
Your comment?
Leave a Reply