বৈষ্ণোদেবীর যাত্রাপথে ড্রোনে নজরদারি শুরু হলো দর্শনার্থীদের নিরাপত্তায়

বেস্ট কলকাতা নিউজ : বৈষ্ণোদেবীর দরজা ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। করোনা আতঙ্কের জেরে দীর্ঘ দিন ধরেই মন্দির বন্ধ ছিল। তবে মন্দির খুলে গিয়েছে ১৬ অগাষ্ট থেকেই । এদিকে আসতে শুরু করেছেন পূণ্যার্থীও। বৈষ্ণোদেবী মন্দির খুলে গিয়েছে এমনকি নির্দিষ্ট কিছু সংখ্যক ভক্ত নিয়েই।এবার প্রশাসন বিশেষ ব্যবস্থা নিল সেই ভক্তদের নিরাপত্তার স্বার্থেই।
নবরাত্রি চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেজন্য ড্রোন দিয়ে বৈষ্ণোদেবীর যাত্রা পথে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর মিলেছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে মূলত জঙ্গি হানার প্রবল আশঙ্কা থাকে নবরাত্রি উৎসবের সময়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন জানিয়েছে।গোয়েন্দা সূত্রে আরো খবর হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরাই। বৈষ্ণোদেবী দর্শনার্থীদের সুরক্ষা যাতে অটুট থাকে, তাই জানানো হয়েছে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলেই।
বৈষ্ণোদেবী শ্রাইন এমনকি জানিয়ে ছিল, এবার থেকে প্রতিদিন বাইরে থেকে আগত ৫০০ জন ভক্তকে অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ এবার ভক্তের সংখ্যা বাড়াচ্ছে। জানানো হয়েছিল মাত্র ২০০০ জন ভক্ত প্রতিদিন মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রথম সপ্তাহে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে এই ২০০০ জনকেই। এরমধ্যে ১৯০০ জন জম্মু ও কাশ্মীর থেকে এবং ১০০ জন বাইরের পুণ্যার্থী।
Your comment?