বাণিজ্য নগরী মুম্বই প্লাবিত হলো প্রথম দিনের বর্ষাতেই , প্রাণ হারালো ৪ জন

বেস্ট কলকাতা নিউজ : শুক্রবার প্রথম বর্ষার বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। জমল জল রাস্তাঘাটেও । ব্যাহত হলো ট্রেন চলাচল ও । বিমান চলাচলের ক্ষেত্রেও সৃষ্টি হয় সমস্যা । সবচেয়ে বড় কথা, পাঁচ বছরের এক শিশু সহচারজনের প্রাণ গিয়েছে এই বর্ষণের ঘটনায় ।উত্তর-পশ্চিম মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলে একটি বাড়ির কাছে পড়েছিল বিদ্যুতের তার। একই পরিবারের দু’জন তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন । গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মৃতরা হলেন রাজেন্দ্র যাদব (৬০) এবং সঞ্জয় যাদব (২৪)। আহতদের নাম দীপু যাদব (২৪) ও আশা যাদব (৫)। অপর একটি ঘটনায় আন্ধেরিতে আরটিও অফিসের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হন ৬০ বছর বয়সী কাশিমা যাদব। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ঘোষণা করা হয় মৃত বলে।এদিন বৃষ্টির সময় বাড়ির বাইরে খেলছিল থানের তেরানপাড়া গ্রামের আট বছরের বালক মহেন্দ্র বাগদা। বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে তারও । বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে আহত হয়েছেন চন্দ্রকান্ত তোদাভালে, চেতন তাত্থে ও বিজয় নাগার। তাঁদের মধ্যে বিজয়ের অবস্থা সংকটজনক।
বৃষ্টিতে মুম্বইয়ের লাইফ লাইন বলে কথিত সেন্ট্রাল রেলওয়ে ও ওয়েস্টার্ন রেলওয়েতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জমে রয়েছে জল। বিমান বন্দরের এক অফিসার জানিয়েছেন, বৃষ্টির জন্য প্রতিটি বিমান গড়ে ১৫ মিনিট করে দেরিতে উড়ছে।বৃষ্টিতে সান্তাক্রুজ, দাহিসার, মালাদ ও আন্ধেরিতে এদিন কিছুক্ষণের জন্য সাবওয়ে বন্ধ রাখতে হয়েছিল। বহু জায়গায় রাস্তার ওপরেজল জমে আছে দু’-তিন ফুট ।মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হয়েছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার। পূর্ব শহরতলিতে বৃষ্টি হয়েছে ১২০ মিলিমিটার ও পশ্চিম শহরতলিতে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।
Your comment?