তারাপীঠ যাওয়ার পথে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো ২ যুবকের

বেস্ট কলকাতা ডিজিটাল ডেস্ক : গাড়ি চালানো তার শখ ছিল, কিন্তু এই গাড়িই ছিনিয়ে নিলো ২ যুবকের জীবন। টিটাগর বিবেকনগরের বাসিন্দা লালন সরকার, সূর্যসেন ও কুন্তল বিশ্বাস ৮ ই ফেব্রুয়ারি তারাপীঠ যাত্রা শুরু করে। পরেরদিন সকালবেলা রামপুরহাট থেকে আসা এক গাড়ির সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় লালন সরকার। কিছুক্ষণ মৃত্যুর সাথে লড়াই করার পরেও সূর্য ব্যর্থ হয়। লালনের শরীরে খুব বেশি ক্ষত না পাওয়া গেলেও সূর্যের মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সামান্য আঘাত লাগার কারণে কুন্তল প্রাণে বেঁচে যায়। এই দুর্ঘটনার কারণ পুলিশ তদন্ত করছে।
Your comment?